ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২০ আগস্ট, ২০১৮



অনুভুতি

ভুলে গেলে কেহ,দূরে গেলে কেহ পাইনা আমি কষ্ট 
কষ্টের অনুভুতি সব ফেলেছি গা ঝেড়ে
কেবল আমি দেখে চলেছি,বদলে যাওয়া মানুষদের,দেখে চলি মানুষের নিষ্ঠুরতা,
মুহুর্তে মানুষের পালটানো খোলস,  ভালবাসার দাবিতে নাছোড়বান্দা অভিমান প্রতিজ্ঞার আড়ালে স্বপ্নভঙ্গ যাত্রা,
অশ্রুসিক্ত কাজল দিঘী নয়নে আমার হতাশা স্থবির,
পলক ফেলতে উঠি কুকরে অসহনীয় ব্যাথায়,
বদলে যাওয়া সহজ কত,চির সত্য,কিছু সত্য বড় বেদনাময়,কিছু সত্য মেনে নিলে বুকের পাঁজর ভেঙ্গে গুঁড়ো হয়,
যে কটা দিন তুমি আটকে ছিলে বুকের কিনারায় হৃদপিন্ড টকটকে লাল কৃষ্ণচূরা ছিল,
দূরে যাওয়ায় আজ বুকের হৃদপিন্ডটা লাল কালোয় মিলে এক বিচ্ছিরি রঙ নেয়,
মনে পরে চোখের পাতায় নেমে আসা অবেলায় সন্ধ্যা,
তবু মেনে চলি,
ভুলে গেলে কেহ,দূরে গেলে কেহ পাইনা আমি কষ্ট,
কষ্টের অনুভুতি গুলো সব ফেলেছি গা ঝেড়ে,
মাঝে মাঝে কিছু বলতে ইচ্ছে করে,
গলার নালিতে এক আকাশ বেদনা এসে চেপে ধরে,
কিন্তু বুঝে না পাই কি বলতে চাই,
বুঝে না পাই কারে বলতে চাই,
যখন ছিলে পাশে তোমাকে জড়িয়ে ধরে গা ভেজাতাম তোমার, 
মনে আশা বুঝে নিক ওরা বুঝে নিক আমার না বলা অভিমান,
খুঁজে নিক ওরা খুজে নিক গোপনে সংরক্ষিত আমার এক আকাশ বেদনা
ভুলে গেলে কেহ,দূরে গেলে কেহ পাইনা আমি কষ্ট,
কষ্টের অনুভুতি সব ফেলেছি গা ঝেড়ে ঝেড়ে। 

@ সুস্মিতা সিং।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন