ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

অন্তরদাহ /সুনন্দ মন্ডল



শূন্যতা যখন শূন্য
আমার খেয়াল দোলাচলে
একশ ভাগের একশ সুখে
তপ্ত নদীর বালুচরে।

তোমার মুখে চাঁদ নেমেছে
অষ্টপ্রহর আলোয় ভরে
আমার বুকে শূন্য খাঁচা
বিবর্ণ সব বিদঘুটে ওই রাগের ভারে।

তোমার বাড়ির ছাদে দেখি
মায়ার খেলা দু'চোখেতে
ব্যালকনিতে শাড়ীর আঁচল
খুঁজছে আমায় সোহাগ নিতে।

মুখের ভাষা আধো আধো
শূন্যতা দেখি গিটারের সুরেও
তোমার ছবিতে মন লুকিয়ে
অন্তরদাহে বাঁচছি তবুও।
         -----------

কাঠিয়া, মুরারই, বীরভূম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন