আদর্শ ছেলে
বইমুখো ছেলে সে
সরু সরু পা-হাত,
পড়াশোনা করে সে
জেগে বসে দিন-রাত,
প্যাঁচারাও ভয় খায়
দেখে তার মুখ-চোখ,
তার কথা শুনেই নাকি
লাস্ট বেঞ্চে চড়ে রোখ,
নাওয়া খাওয়া ভুলে গিয়ে
সারাদিন বইয়েতে,
মুখ গুঁজে বসে থাকে
সে এসির হওয়াতে।
এতো এতো বই তার
সবই নাকি মুখস্ত।
বলে তার বাবা নাকি
ছেলে তার চোস্ত।
“খেলে নাকো মাঠেঘাটে
শোনে নাকো গল্প।
মাঝে মাঝে গান গায়
তাও খুব অল্প।
যায় নাকো বেড়াতে
পাহাড়ে কি নদীতে।
মন তার ঘোরে খালি
পরীক্ষার খাটাতে,
ইংরেজি, ফরাসি
সব ভাষা জানা তার।
বাংলাটাই জানেনা
ওটাতেই খায় মার।
জানে না ও মার প্যাঁচ
কথা আর খেয়ালের,
পরীক্ষার সময় শুধু
খাই হওয়া বাইরের।
এত কষ্টে মানুষ করেছি ওকে
ভালো করে বাঁচার জন্য,
রাঙ্ক করার জন্য,
প্রথম হওয়ার জন্য,
দেখবেন স্যার একটু ওকে
নাম্বারটা পাই যেন,
রাঙ্কটা করে যেন,
প্রথম হয় যেন ।”
— সেখ আমিমোন ইসলাম
বইমুখো ছেলে সে
সরু সরু পা-হাত,
পড়াশোনা করে সে
জেগে বসে দিন-রাত,
প্যাঁচারাও ভয় খায়
দেখে তার মুখ-চোখ,
তার কথা শুনেই নাকি
লাস্ট বেঞ্চে চড়ে রোখ,
নাওয়া খাওয়া ভুলে গিয়ে
সারাদিন বইয়েতে,
মুখ গুঁজে বসে থাকে
সে এসির হওয়াতে।
এতো এতো বই তার
সবই নাকি মুখস্ত।
বলে তার বাবা নাকি
ছেলে তার চোস্ত।
“খেলে নাকো মাঠেঘাটে
শোনে নাকো গল্প।
মাঝে মাঝে গান গায়
তাও খুব অল্প।
যায় নাকো বেড়াতে
পাহাড়ে কি নদীতে।
মন তার ঘোরে খালি
পরীক্ষার খাটাতে,
ইংরেজি, ফরাসি
সব ভাষা জানা তার।
বাংলাটাই জানেনা
ওটাতেই খায় মার।
জানে না ও মার প্যাঁচ
কথা আর খেয়ালের,
পরীক্ষার সময় শুধু
খাই হওয়া বাইরের।
এত কষ্টে মানুষ করেছি ওকে
ভালো করে বাঁচার জন্য,
রাঙ্ক করার জন্য,
প্রথম হওয়ার জন্য,
দেখবেন স্যার একটু ওকে
নাম্বারটা পাই যেন,
রাঙ্কটা করে যেন,
প্রথম হয় যেন ।”
— সেখ আমিমোন ইসলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন