কন্যাশ্রী
সৈয়দ মহঃ সবির আলি
দাঁড়াও-বিবাহ কেন?
শিক্ষা বর্তমানে কন্যাদেরশ্রী,ভুলেছো কী?জানোনা কন্যাদের জন্য ফুটেছে আজ কন্যাশ্রী,
নারী হলো ফুলের মতোন, তাঁকে কন্যাশ্রী করেছে যতন,
হতে পারে কন্যাশ্রী মানে ফুলের কুঁড়ি,
আর শান্ত ভারত রূপ,
তবে কন্যাশ্রী মনে দূর্গাদেবী,
তাই থাকবো কেন চুপ?
তোমরা জানো, আমরা জানি,
ভারতমাতা সে ও রমনী।
তাই কী পিছে?
সমাজ মিছে,সর্বনাশা কুঃ-কে মনি।
রমনী কী দূর্বল তাই,সমাজ তবে পিছিয়ে ও ভাই।
তবে ভারত মাতা করলো কী পাপ?
এটাই কি দোষ নারী গোলাপ,
কেন,নারী বলে কী জাত নেই?
নারী বলে কী ভাত নেই?
নারিদের কী নেই কো আশা?
শুধু নারীরাই কী সর্বনাশা?
আছি কোথায় এইতো সমাজ,
চলছে যত নোংড়া কাজ।
তবে 2013-সালে উঠল যে এক বিপল্লবের বিকল্প,
যাঁর নাম কন্যাশ্রী প্রকল্প।
যে নারীর আশা,ভালোবাসা,
সমাজ তবে সর্বনাশা?
পাপ করেছে সমাজ জানি,
প্রাশ্চিত্ত শুধু রমনী,
তাই কন্যাশ্রীকে করো-
সমাজের পূর্ণ বাণী।।
সৈয়দ মহঃ সবির আলি
দাঁড়াও-বিবাহ কেন?
শিক্ষা বর্তমানে কন্যাদেরশ্রী,ভুলেছো কী?জানোনা কন্যাদের জন্য ফুটেছে আজ কন্যাশ্রী,
নারী হলো ফুলের মতোন, তাঁকে কন্যাশ্রী করেছে যতন,
হতে পারে কন্যাশ্রী মানে ফুলের কুঁড়ি,
আর শান্ত ভারত রূপ,
তবে কন্যাশ্রী মনে দূর্গাদেবী,
তাই থাকবো কেন চুপ?
তোমরা জানো, আমরা জানি,
ভারতমাতা সে ও রমনী।
তাই কী পিছে?
সমাজ মিছে,সর্বনাশা কুঃ-কে মনি।
রমনী কী দূর্বল তাই,সমাজ তবে পিছিয়ে ও ভাই।
তবে ভারত মাতা করলো কী পাপ?
এটাই কি দোষ নারী গোলাপ,
কেন,নারী বলে কী জাত নেই?
নারী বলে কী ভাত নেই?
নারিদের কী নেই কো আশা?
শুধু নারীরাই কী সর্বনাশা?
আছি কোথায় এইতো সমাজ,
চলছে যত নোংড়া কাজ।
তবে 2013-সালে উঠল যে এক বিপল্লবের বিকল্প,
যাঁর নাম কন্যাশ্রী প্রকল্প।
যে নারীর আশা,ভালোবাসা,
সমাজ তবে সর্বনাশা?
পাপ করেছে সমাজ জানি,
প্রাশ্চিত্ত শুধু রমনী,
তাই কন্যাশ্রীকে করো-
সমাজের পূর্ণ বাণী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন