নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

বীথি-৫
অভিজিৎ দাসকর্মকার

আরক্ত সন্ধ্যাপথ ধরে হেঁটে স্নায়ুপথের নিচে
অপেক্ষা
পায়ে অনেক জাইলেম কলার দাগ।

বহুকোষি প্রতিশ্রুতি আর নতুন কোষপর্দা থেকে সেলুলোজ কোলে বীথি।

নিবেসিত ভাজককলা থেকে কোলেনকাইমার আহ্বানে
নালিকা বান্ডিলে বিকেল বেলার বীথি ফুর ফুরে পুকুর জলে চর্যাপদ লিখবে

"কা আ তারুবর পঞ্চবী ডাল,
 চঞ্চল চি এ পৈঠ কাল"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন