মিস্টার কালপুরুষ,
এই যে শুনছেন হ্যা আপনাকেই বলছি তবে শর্ত আছে বাকিরা যেন টের না পায়।শুনেছিলাম তারাদের দেওয়ালের নাকি কান বড্ড খাঁড়া,একাকীর ছায়ায় আমি ছবি আঁকি রামধনুকের।আর গুনি কাঁকড় মধ্যরাতের ঢেউয়ের যখন আপনি থাকেন রাত পাহাড়ায়।লোকে বলে আমি নাকি বোবা,নীরাবতার সব ঠেকা নাকি আমার কাঁধে।আমি যে পাললিকের ফেরা গর্জনে নুইয়েছি ডুবেছি দেনার সাগরে,চুপকথায় ফেরা কাঁকড় কোড়ানো আমার অভ্যেস।দুহাতের মাঝে ওই কাঁকড় ভেজা কান্নাই সম্বল,অনেক না বলা ঢেউ চাপা আছে।
ইতি
চুপকথার ঢেউ
=============
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন