ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

৩.)
_____ভালোবাসার ছোট্ট আলয়
                এম.এম.এম

পার্কের কথা শুনব বলে
     কান পেতেছি ঝাউ গাছে।
পাইন গুলোও কেমন যেন
     চিকন গালে জ্যোৎস্না মোছে।

দোলনা দূরে ফাঁকা দেখি
     চলো বসি দুজনেতে।
প্রেমের খেলা সন্ধ্যাবেলা
     খুশির এই উজান স্রোতে।

ময়ূরটা ওই কেমন জানি
     উদাসী আজ অন্যখানে।
হরিণ ভায়া পাক ঘুরছে
      নিজ চৌহদ্দির মধ্যিখানে।

আমার চোখে তোমার চোখ
       তিল দূরত্বে দুজনের ঠোঁট।
একটু খানি কাছে আসা
       শরীর ঘেঁষে শ্বাসের ভোট।

পার্কের কথা শুনব বলে
     এসেছি আজ প্রেমিক সেজে।
প্রিয়া তুমি জীবন আমার
     প্রাণবায়ুটা শিরার ভাঁজে।

তোমার কথা মিলিয়ে গেল
      পার্কের বেঞ্চে পাতা ঝরায়।
প্রতি শ্বাসে খুঁজি আমি
      ভালোবাসার ছোট্ট আলয়।
      ‎      


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন