ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮



_____জন্মান্তরে
                  এম.এম.এম

হয়তো মানুষ নয়!

হয়তো মানুষ নয়,
মানুষীও নয়।

নির্ভেজাল প্রকৃতির ছোঁয়া পাব
ছন্দময় সুরের ব্যঞ্জনায়।
আকুলিত মন প্রাণ বিলিয়ে দেব
সুগন্ধ ভরা ফুলের মঞ্জরীতে।

নতুন সৃষ্টির নিস্পন্দ খেলায়
প্রজাপতি হয়ে বসব
তোমার পেলব কাঁধে।

জীবনানন্দ চেয়েছিল ভোরের কোকিল হতে।
আমিও চাই ভোরেরই কোকিল হতে!
শোনাব সুমধুর গান প্রভাতের বর্ণচ্ছটায়।

কিংবা তোমার নূপুরের সাথে দুলব
নাচের তালে তালে।
গাছের শাখায় বসে দেখব
তোমার পেখম মেলে চলা।

জন্মান্তরে হব তোমার কন্ঠে
বিরহের গান কিংবা
গোলাপের টবে ফুটব তোমারই জন্য।

একপাল গোরুর মাঝে
রাখাল বালকের শাসন এড়িয়ে,
সবচেয়ে দুষ্টু হব।

হয়তো মানুষ নয়!
মানুষীও নয়।

যাকে ধরতে তুমি ছুটবে আদিগন্ত।
                --------------

কাঠিয়া, মুরারই, বীরভূম



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন