গন্ধ
-------
ঋতুপর্ণা ব্যানার্জী
০৪/০৮/১৮
একটা নাতিশীতোষ্ণ গন্ধ কেবলই ছোবল মারে-
সজাগ হয় ইন্দ্রিয় প্রেম
সূর্য কণায় আছড়ে পড়া বৃষ্টি
সম্পর্কের গন্ধ ছিল গাছের লুকোনো পাতায়
সবার অজান্তে ভিক্টোরিয়ার পরীরাও সেদিন তিনপাক ঘুরেছিল
চোখ বুজলেইএখনো তোমার কথার গন্ধ পাই
সূর্য তখনো দক্ষিণায়নে
যেন পাখিমগ্ন বিকেল তুমি রোদের ঝালায় ডানা মেলে
আমার অনুভবের তন্ত্রীতে তুলেছো নিঃস্তব্ধ টংকার
চৌকাঠে আজো সেই ব্যক্তিগত সুবাস লেগে
সাবানের মতো গায়ে মেখে ঘুরে চলেছি প্রতিদিন।।
-------
ঋতুপর্ণা ব্যানার্জী
০৪/০৮/১৮
একটা নাতিশীতোষ্ণ গন্ধ কেবলই ছোবল মারে-
সজাগ হয় ইন্দ্রিয় প্রেম
সূর্য কণায় আছড়ে পড়া বৃষ্টি
সম্পর্কের গন্ধ ছিল গাছের লুকোনো পাতায়
সবার অজান্তে ভিক্টোরিয়ার পরীরাও সেদিন তিনপাক ঘুরেছিল
চোখ বুজলেইএখনো তোমার কথার গন্ধ পাই
সূর্য তখনো দক্ষিণায়নে
যেন পাখিমগ্ন বিকেল তুমি রোদের ঝালায় ডানা মেলে
আমার অনুভবের তন্ত্রীতে তুলেছো নিঃস্তব্ধ টংকার
চৌকাঠে আজো সেই ব্যক্তিগত সুবাস লেগে
সাবানের মতো গায়ে মেখে ঘুরে চলেছি প্রতিদিন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন