ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

🔹নির্ঝড় রাত🔹
    --------------স্নিগ্ধা

কালো রাতির আকাশে
সবাই নিদ্রিত কিংবা মগ্ন স্বপ্নে,
হঠাৎ তার আবির্ভাব
আমার আড়শির সামনে;
দুহাত বাড়িয়ে দিয়াছে
আলিঙ্গনের তরে,
তার ভীষন আওয়াজে
চকিত,সংকিত মোর বুক,
তবু...মন চায় সে থাকুক।
কী জানি কেন
মন বলে,বৃষ্টি তুমি থাকো
হয়তো.....হয়তো বা
মন পেয়েছে কোনো অদৃশ্য অন্তমিল,
কিংবা কাটাতে চায় ভেতরের গুমোট;
মন আজ বাঁধবোনা তোকে
মিশে যা বৃষ্টিতে,
সব গুমোট কাটিয়ে ফিরে আয়...
সবুজ সতেজ হয়ে,
তপ্ত হিয়ায় বিদীর্ন বিস্তৃত শুষ্ক পথ,
পাথুরে দুর্গম রাস্তায়ও এগিয়ে যায় জীবনরথ,
মরুদ্যানের মরিচিকার তাড়নায়
স্বপ্ন হাতছানি দিয়ে যায়.....!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন