ভালবাসার স্ফুলিঙ্গ
---মধুমিতা নস্কর
বোবাটানেল পেরিয়ে প্রেমিকের বুকের বোতাম
ছিড়ে তার জমানো ভালোবাসার অন্ধ উপত্যকায় দেব পাড়ি,
মিয়েন্ডারে পথ হারিয়ে সাক্ষাৎ করব পদ্মিনীর সাথে, আর অগ্নিবানে বিদ্ধ করে হরণ করব
তাঁর শ্রেষ্ঠ নারীর তকমা,
অতঃপর,জলপ্রপাতের ধারোষ্ণ নায়াগ্রা পবিত্রা
আমি চলে যাব মোহনায়,
যেখানে প্রেমিক তার বাঁশির শব্দে নিরন্তর তৈরি
করে চলেছে বদ্বীপ,
সেখানে সিঁদুর মাখানো বালুচরি শাড়ির রতিশৃঙ্গারে
প্রেমিক আমার বুকের খাঁজে তৈরি করবে
গিরিখাত,
যেখানে আমাদের উত্তপ্ত সঙ্গমে তৈরি করব
আগ্নেয় শিলা,
ভালবাসার চিহ্ন বয়ে বেড়াবে জীবাশ্ম,
অনন্তর,স্বর্ণরেনুর তীরে বসে দুজনে
ভক্ষন করব বারাঙ্গনা লহরীর নাচ,
নৃত্যমোহে লাক্ষার জোয়ারে ডুব দিয়ে
যুগলে তুলে আনব দুর্লভ প্রবাল,
তারপর,সাবাই ঘাসের বিছানায় দিবানিদ্রা সেরে,
বৈকাল হ্রদের তীরে বসে দেখব
রক্তিম সূর্যাস্ত,
পরেশনাথে সন্ধ্যাহ্নিক সাঙ্গ করে,
সুয়েজ খালে শালতি চেপে দুজন পৌঁছে
যাব জীবন্ত আগ্নেয়গিরির দেশে,
সেখানে ইটালির ভিসুভিয়াসের জ্বালামুখে
তৈরি করব আমাদের প্রণয় বাসা,
যা থেকে সর্বদা উদগীর্ন হবে
ভালবাসার স্ফুলিঙ্গ ।।
---মধুমিতা নস্কর
বোবাটানেল পেরিয়ে প্রেমিকের বুকের বোতাম
ছিড়ে তার জমানো ভালোবাসার অন্ধ উপত্যকায় দেব পাড়ি,
মিয়েন্ডারে পথ হারিয়ে সাক্ষাৎ করব পদ্মিনীর সাথে, আর অগ্নিবানে বিদ্ধ করে হরণ করব
তাঁর শ্রেষ্ঠ নারীর তকমা,
অতঃপর,জলপ্রপাতের ধারোষ্ণ নায়াগ্রা পবিত্রা
আমি চলে যাব মোহনায়,
যেখানে প্রেমিক তার বাঁশির শব্দে নিরন্তর তৈরি
করে চলেছে বদ্বীপ,
সেখানে সিঁদুর মাখানো বালুচরি শাড়ির রতিশৃঙ্গারে
প্রেমিক আমার বুকের খাঁজে তৈরি করবে
গিরিখাত,
যেখানে আমাদের উত্তপ্ত সঙ্গমে তৈরি করব
আগ্নেয় শিলা,
ভালবাসার চিহ্ন বয়ে বেড়াবে জীবাশ্ম,
অনন্তর,স্বর্ণরেনুর তীরে বসে দুজনে
ভক্ষন করব বারাঙ্গনা লহরীর নাচ,
নৃত্যমোহে লাক্ষার জোয়ারে ডুব দিয়ে
যুগলে তুলে আনব দুর্লভ প্রবাল,
তারপর,সাবাই ঘাসের বিছানায় দিবানিদ্রা সেরে,
বৈকাল হ্রদের তীরে বসে দেখব
রক্তিম সূর্যাস্ত,
পরেশনাথে সন্ধ্যাহ্নিক সাঙ্গ করে,
সুয়েজ খালে শালতি চেপে দুজন পৌঁছে
যাব জীবন্ত আগ্নেয়গিরির দেশে,
সেখানে ইটালির ভিসুভিয়াসের জ্বালামুখে
তৈরি করব আমাদের প্রণয় বাসা,
যা থেকে সর্বদা উদগীর্ন হবে
ভালবাসার স্ফুলিঙ্গ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন