ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

_____প্রতারক নও, ভালোবাসা

               
  

                        এম.এম.এম


প্রতারক আমি

       তুমি প্রতারিত!

       ‎নাকি উল্টোটা?

       ‎

       এর মাঝে কত মাখামাখি

       ‎আদরের চুমু

       ‎    স্নেহ চাদরে আঁকা লুম্বিনী শহরের ছায়া।


গভীর ভালোবাসার গভীরতা কতখানি

কেউ কি কখনো মেপেছি?

নাকি সেটা পরিমাপ হয়!


তবুও বুঝিনি কেন বোঝাপড়ায় এত টান?

কথায় ছলনা, 

চাপা স্বভাবের একটু!

নাকি গুরু গুরু ভাব স্বরে।


বলতে চাওয়া কথা না বলেই ধরতে পারোনি

হয়তো আমিও পারিনি বুঝতে বিম্বাধরের কাঁপন

তাই এই বিচ্ছেদ, বিরহের চড়া প্রহর।


মেনে নিতে হলো 

      মানিয়ে নিতে হয় আন্দোলিত সময়ের তালে।


তুমি আমাকে প্রতারক ভাবলেও

    আমি ভাবি তুমি আমার ভালোবাসার চাঁদ

   ফিরে ফিরে আসো স্মৃতির আকাশে এখনো।

   ‎              ---------------

কাঠিয়া, মুরারই, বীরভূম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন