২.)
রাঙা বিকেল আর তার শেষের চেয়ার
-------------------জয়দীপ রায়
ধানসিঁড়ি বেয়ে হেঁটে চলা
সবে সন্ধ্যে নেমেছে
শেষ চুমুকের এঁটো ভাড়ে
তাকিয়ে দেখেনি এখনও
কালো চশমার মোটা ফ্রেমের কাঁচ বেয়ে
ওদের কি এখনই নামতে হত
অপেক্ষা গুলোর তর বুঝি সইছে না
চিলেকোঠায় অবিরাম উৎপাতের ফল বুঝি
তৃতীয় আধার নেমেছে সবে বামপ্রান্তে
পিঁয়াজ কোঁচানো মুড়ি গুলো
বড্ড ঝাল দেখেছিলাম তাকেও
এক রাঙা বিকেলে
জড়িয়ে ধরা শেষের চেয়ারে
তোরই মত ঘামছে ভেপার
আমি চলি কাঁধে ব্যাগ ঝোলানো টাই
আরেকটা ঘনবস্তুর খোঁজে
যেখানে চিহ্নরা গোপনে বাড়ে
রাঙা বিকেল আর তার শেষের চেয়ার
-------------------জয়দীপ রায়
ধানসিঁড়ি বেয়ে হেঁটে চলা
সবে সন্ধ্যে নেমেছে
শেষ চুমুকের এঁটো ভাড়ে
তাকিয়ে দেখেনি এখনও
কালো চশমার মোটা ফ্রেমের কাঁচ বেয়ে
ওদের কি এখনই নামতে হত
অপেক্ষা গুলোর তর বুঝি সইছে না
চিলেকোঠায় অবিরাম উৎপাতের ফল বুঝি
তৃতীয় আধার নেমেছে সবে বামপ্রান্তে
পিঁয়াজ কোঁচানো মুড়ি গুলো
বড্ড ঝাল দেখেছিলাম তাকেও
এক রাঙা বিকেলে
জড়িয়ে ধরা শেষের চেয়ারে
তোরই মত ঘামছে ভেপার
আমি চলি কাঁধে ব্যাগ ঝোলানো টাই
আরেকটা ঘনবস্তুর খোঁজে
যেখানে চিহ্নরা গোপনে বাড়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন