ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

মায়ের মমতার মান রেখেছি।

সুমিত বিশ্বাস

যে দিন আমি ছোটো শিশু ছিল না কেউ পাশে
আজ কেন তারা আমার উপর রোষে।
বয়স যখন আমার দুই ছিল
মা পৃথিবীর মায়া ছাড়িলো।
এ দুনিয়ায় আপন বলে রহিল না কেহ
হিন্দু মাসি করিল সেটায় আমার শ্রেয়।
চৌদ্দ বছর পর কেন তোমাদের রাগ
সে দিন কেউ নাওনি আমার দুঃখের ভাগ।
যাকে আমি মা বলেছি দিয়েছিলো মমতা
আজ কেন খুঁজছো তোমাদের সাথে আমার সমতা।
পালিত মায়ের আমি করেছি মুখাগ্নি
আজ কেন আমার ঘরে দিচ্ছ অগ্নি।
করিব আমি সন্তানের ধর্ম পালন যে যাই বল সমাজ থেকে বিতাড়িত কর রাখিব মন।
মার রাখিতে মান ফুলের মালা ও ধূপ দেখাব
রমজান শেষে ঈদের নামাজ পড়িব।
তোমরা বলো আমি কি ভুল করেছি
মায়ের মমতার মান রেখেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন