ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

১.)
💜পার্কের শব্দ গুনবো চলো💜
                ---------------------স্নিগ্ধা

পড়ন্ত বিকেলে,মেঘেদের তাজমহলে
গাছেদের হাতে হাত মেলাতে,টুকরো সবুজ ছুঁতে
ছুটে যায় প্রান পার্কে;
উদ্যান মাঝের ওই ছোট্ট টিলা,
ছোট্ট...তবে তার ভার বেশি বড্ড
বসলে স্মৃতি ভারে,বুকটা বড্ড  ভারি লাগে!
আর ওই জুঁইগন্ধ মাখা বাতাস,
সামনে ফুটিয়ে তোলে
কিছু মিলন সন্ধিক্ষনের আভাস!
বিরহ সুরে ডাকে কোকিল মন খুলে।
হয়তো আবার,কোনো ফাগুনে
বসবো এসে এই স্মৃতি কিনারে,
দেখবো হাতে হাত রেখে এগিয়ে যাবে
আমাদের পরের প্রজন্ম....
আমি পুরোনো পাতা ঝরার শব্দ শুনবো!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন