ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

শূন্যতার জলছবি--- ( সায়ন্তনী হোড়



শেষ বিকেলের নিঃশ্বাসের ছন্দ আজ কিছুটা হলেও অস্তিত্বহীন ।
শূন্যতাকে শেষ করে আরও গভীর শূন্যে মিলিয়ে যেতে ইচ্ছে হয়
একটা আধপোড়া ইচ্ছে কে ভাসিয়ে দিই এক বুক স্রোতে
পড়ে থাকে শুধুই শূন্যতার জ্যামিতিক আকৃতি।
চিত্রপটের রঙতুলি থেকে গড়িয়ে পড়া সব রঙ কে হাতের মুঠোতে নিয়ে রাঙিয়ে  দিতে ইচ্ছে হয় শূন্যতার জলছবি কে. . .।।

                  ( সায়ন্তনী হোড় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন