ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২০ আগস্ট, ২০১৮


🔹যে কটা দিন তুমি ছিলে পাশে🔹

ভোরের পাখির ডাকের চেয়েও মধুর ছিল,
তোমার gd mrng;
ছিলে তুমি,ছিলো সোনা রোদ্দুর মাখা ভোর
মধুর স্মৃতি রামধনুতে ভরে যেত মেঘলা দিনও,
অপেক্ষা,তৃষ্ণার্ত চাতকের দিকে চেয়েও হার মানতনা,
ভাবতাম,হয়তো একদিন তুমি আর আসবেনা....
আমাদের স্বপ্নমমাখা কুঁটিরে আর তাকাবেনা...
কেঁপে উঠতো বুক ! 
তুমি পাশে এসে আদর ভরা সুরে বলতে-
ধুর পাগলী, আমি তো তোমার মনেই আছি
ওই দেখো সূর্যাস্ত,
এভাবেই হাতে হাত রেখে সারাজীবন দেখবো...
অস্তমান সূর্যের মেঘের আড়ালে সিঁদূরে রঙে 
সাজাবো তোমাকে,
আমি লাজুক হাসির আড়ালে আবেগ লুকোতাম,
উঠতো তারা,ল্যাম্পপোষ্টে রোশনাই হত শহর,
ভালোববাসার আলোয় সেজে উঠতো আমাদের কুঁড়েঘর,
সাক্ষী থাকতো চাঁদনি রাত,বিস্তৃত আকাশ,
পাহাড়ায় থাকতো আমাদের বিশ্বাস।।
               --Snigdha




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন