৪.)
।। পার্কের শব্দ শুনবো বলে।।
--------------------@ সুস্মিতা সিং
বিকেল যখন জমজমাট বাঁধে,দিকে দিকে ছড়ায়ে সোনালী আলোর ছটা
বেড়িয়ে পড়ি তখন আমি হাতে ধরে একটি লাঠি,
বসি গিয়ে সেই কলোনির পাশের শিশু পার্কে কোনো এক গাছের পাশের ব্রেঞ্চে
মৃদু বাতাস জড়ায় আমায় তখন তার চাদরে,
ধীরে ধীরে বেড়ে চলে ভীড়,শিশুরা জমাট বাঁধে নিয়মিত প্রতিদিন পার্কে,
আমিও সেই মুহুর্তে হয়ে উঠি উন্মাদ তাদের কোলাহল শুনে,তাদের ছোয়ায় শব্দ শুনি জং ধরা দোলনার,শব্দ শুনি কতই না
কিড রাইডের,
শিশুরা মনে করে পৃথিবী এটা তাদের,
খুশির কোন শেষ থাকেনা আমার তখন
আজ ভীষণ ভাবে মনে পড়ে ছেলে স্কুল থেকে ফিরলে সমস্ত কাজ ফেলে তার সাথে খেলা,কিন্তু আজ ছেলের সময় নেই আমার জন্যে এখন সে বড় ব্যবসায়ী,সংসার নিয়ে ব্যস্ত,
ভীষণ ভাবে মনে পড়ে পুরনো কথা বড্ড একা মনে হয় নিজেকে,তাই বারংবার ফিরে আসি এই শিশু উদ্যানে,আগে ছিলাম ব্যবসায়ী ছিলনা অর্থের অভাব,কিন্তু আজ হাত পেতে যা পাই ছেলের কাছে তাই দিয়ে কিনে ফেলি পার্কের পাশে বসা ফেরিওয়ালার কাছে বেলুন গুলি,পার্কে থাকা শিশুদের হাতে বেলুন দিলে তারা
জড়িয়ে ধরে বলে আমাই গ্রেট দাদু,তুমি খুব ভালো,এসো না দাদু খেলো আমাদের সাথে,আমি তখন ফিচকে হেসে বলি তোমরা খেলো আমি দেখি তোমাদের,ব্যার্থ হাটু আমার ওপর চোখ এড়িয়ে খিল্লি ওড়ায়, আমিও তোয়াক্কা করিনা তার,
মগ্ন তখন শিশুদের উন্মাদ হাসির আওয়াজে
পার্কে্র কথা মনে হলে মনে পড়ে শুধুই মধুর শব্দের স্মৃতি।
।। পার্কের শব্দ শুনবো বলে।।
--------------------@ সুস্মিতা সিং
বিকেল যখন জমজমাট বাঁধে,দিকে দিকে ছড়ায়ে সোনালী আলোর ছটা
বেড়িয়ে পড়ি তখন আমি হাতে ধরে একটি লাঠি,
বসি গিয়ে সেই কলোনির পাশের শিশু পার্কে কোনো এক গাছের পাশের ব্রেঞ্চে
মৃদু বাতাস জড়ায় আমায় তখন তার চাদরে,
ধীরে ধীরে বেড়ে চলে ভীড়,শিশুরা জমাট বাঁধে নিয়মিত প্রতিদিন পার্কে,
আমিও সেই মুহুর্তে হয়ে উঠি উন্মাদ তাদের কোলাহল শুনে,তাদের ছোয়ায় শব্দ শুনি জং ধরা দোলনার,শব্দ শুনি কতই না
কিড রাইডের,
শিশুরা মনে করে পৃথিবী এটা তাদের,
খুশির কোন শেষ থাকেনা আমার তখন
আজ ভীষণ ভাবে মনে পড়ে ছেলে স্কুল থেকে ফিরলে সমস্ত কাজ ফেলে তার সাথে খেলা,কিন্তু আজ ছেলের সময় নেই আমার জন্যে এখন সে বড় ব্যবসায়ী,সংসার নিয়ে ব্যস্ত,
ভীষণ ভাবে মনে পড়ে পুরনো কথা বড্ড একা মনে হয় নিজেকে,তাই বারংবার ফিরে আসি এই শিশু উদ্যানে,আগে ছিলাম ব্যবসায়ী ছিলনা অর্থের অভাব,কিন্তু আজ হাত পেতে যা পাই ছেলের কাছে তাই দিয়ে কিনে ফেলি পার্কের পাশে বসা ফেরিওয়ালার কাছে বেলুন গুলি,পার্কে থাকা শিশুদের হাতে বেলুন দিলে তারা
জড়িয়ে ধরে বলে আমাই গ্রেট দাদু,তুমি খুব ভালো,এসো না দাদু খেলো আমাদের সাথে,আমি তখন ফিচকে হেসে বলি তোমরা খেলো আমি দেখি তোমাদের,ব্যার্থ হাটু আমার ওপর চোখ এড়িয়ে খিল্লি ওড়ায়, আমিও তোয়াক্কা করিনা তার,
মগ্ন তখন শিশুদের উন্মাদ হাসির আওয়াজে
পার্কে্র কথা মনে হলে মনে পড়ে শুধুই মধুর শব্দের স্মৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন