ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮


'প্রতারকের আমি'


চঞ্চল ভট্টাচার্য্য


সেই যেদিন প্রেমাবসর নিলে তুমি,

তোমার নাকি বাড়িতে খুব প্রব্লেম,


সেদিন আমি প্রতারকের সংজ্ঞা

খাতার পাতায় লিখে রেখেছিলেম।


নিজেকে তুমি চতুর ভাবতে ভীষণ,

কামোন্মত্ত  ছিলে ভীষণ তুমি,


তোমায় তো তাই দিলাম অবসর,

আমি এখন পরিবর্তন'কামী।


তোমার এখন নতুন নতুন সঙ্গী,

আমি এখনো ফুটপাতেই হাঁটি,


তুমি হয়তো ভেজাল ভালোবাসো,

আমার আমি ভীষণ রকম খাঁটি।


হয়তো তুমি আনন্দে'তেই আছো,

আমিও এখন বেশ ভালোই আছি,


তুমি বাঁচো প্রতারণা করেই,

আমি প্রতারণার শিকাড় হয়েই বাঁচি।

            .............




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন