[পাইকরের রথকথা]
-----------------------কলমে সুদীপ্ত সেন
আমাদের পাইকরে এই একখানায় রথ,মুখার্জী বাড়ির উদ্যোগে এই রথখানি পাইকরের রথযাত্রার হিসেব বয়। নিয়ম করে বিকেলবেলা থেকে শুরু হয় এই রথযাত্রা। মুখার্জী বাড়ির ছেলেরাই এই রথের ওপর চড়ে, আমার কৌতহল হতো খুব এখনও হয় সেটা হলো বাজারপাড়ার ছেলেরা যেমন ভাবে, এই তো উচ্চমাধ্যমিকটা পাশ করলেই তারপরই দূর্গাপূজোর চাঁদা তুলতে পারব কী মজা, তারাও( মুখার্জী বাড়ির ছেলেরা) কী এইভাবেই দিন গোনে কত তাড়াতাড়ি বড় হব আর রথে চড়ব। প্রশ্ন থাকলো....?
যাই হোক এই রথ বেয়েই নেমে আসে আনন্দ। রথেরমেলা বসে হাটতলায়,রকমারি জিনিসপাতি আর যেটা খুব ছোটো থেকেই আমার প্রিয় ছিল সেটা এখনও আসে প্রতি মেলায়,সেটা হলো একধরনের কেরামতি করে লাঠি দিয়ে তৈরী করা হয় একঝাঁক পাখীর আওয়াজ।
যেমনটা কথা আছে যে রথের দড়ির টান দিয়েই বুদি চাপবে মায়ের কাঠামোতে এমনটা এখানে হয়না যদিও বাড়ীর ঠাকুর অনেক আছে কিন্তু ব্যাপারটা উপলব্ধি করা যায় যে এবার মা আসছে।
রথ যাবে হাটতলা, ওখানেই থাকবে উল্টোরথ অবধি তারপর আবার নিজের বাড়ি ফিরবে উল্টোরথে।
যদিও 'মায়ের বাড়ি' থেকেও একখানা মিডিয়াম সাইজের রথ পরে তৈরী করা হয় কিন্তু প্রধান রথ হিসেবে বা দড়ি ধরার যে চেষ্টা বা আকুতি বলতে পারি সেটা নির্ভর করে ওই মুখার্জী বাড়ির রথের উপর আর এটাই আদি আর এটা জুড়েই ঐতিহ্য পাঁচিকোট তথা পাইকরের( পরবর্তী সংযোজিত নাম) রথযাত্রা উৎসবের।
-----------------------কলমে সুদীপ্ত সেন
আমাদের পাইকরে এই একখানায় রথ,মুখার্জী বাড়ির উদ্যোগে এই রথখানি পাইকরের রথযাত্রার হিসেব বয়। নিয়ম করে বিকেলবেলা থেকে শুরু হয় এই রথযাত্রা। মুখার্জী বাড়ির ছেলেরাই এই রথের ওপর চড়ে, আমার কৌতহল হতো খুব এখনও হয় সেটা হলো বাজারপাড়ার ছেলেরা যেমন ভাবে, এই তো উচ্চমাধ্যমিকটা পাশ করলেই তারপরই দূর্গাপূজোর চাঁদা তুলতে পারব কী মজা, তারাও( মুখার্জী বাড়ির ছেলেরা) কী এইভাবেই দিন গোনে কত তাড়াতাড়ি বড় হব আর রথে চড়ব। প্রশ্ন থাকলো....?
যাই হোক এই রথ বেয়েই নেমে আসে আনন্দ। রথেরমেলা বসে হাটতলায়,রকমারি জিনিসপাতি আর যেটা খুব ছোটো থেকেই আমার প্রিয় ছিল সেটা এখনও আসে প্রতি মেলায়,সেটা হলো একধরনের কেরামতি করে লাঠি দিয়ে তৈরী করা হয় একঝাঁক পাখীর আওয়াজ।
যেমনটা কথা আছে যে রথের দড়ির টান দিয়েই বুদি চাপবে মায়ের কাঠামোতে এমনটা এখানে হয়না যদিও বাড়ীর ঠাকুর অনেক আছে কিন্তু ব্যাপারটা উপলব্ধি করা যায় যে এবার মা আসছে।
রথ যাবে হাটতলা, ওখানেই থাকবে উল্টোরথ অবধি তারপর আবার নিজের বাড়ি ফিরবে উল্টোরথে।
যদিও 'মায়ের বাড়ি' থেকেও একখানা মিডিয়াম সাইজের রথ পরে তৈরী করা হয় কিন্তু প্রধান রথ হিসেবে বা দড়ি ধরার যে চেষ্টা বা আকুতি বলতে পারি সেটা নির্ভর করে ওই মুখার্জী বাড়ির রথের উপর আর এটাই আদি আর এটা জুড়েই ঐতিহ্য পাঁচিকোট তথা পাইকরের( পরবর্তী সংযোজিত নাম) রথযাত্রা উৎসবের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন