ধর্ম
কে বলে হিন্দু তোমায়?
কে বলে মুসলমান?
কে বলে শিখ তোমায়?
কে বলে খ্রিষ্টান?
কে বলে তুমিই তো
সেই বীর্যস্খলনকারী?
কে বলে তুমি তো কাল
রাস্তায় করেছ মারামারি?
ধর্মের ছড়াছড়ি,
মানবধর্ম কই?
যাজকের বলে কিনা আমরা
উপরওয়ালাকে বাঁচাবই।
ধর্মের কর্মে মানুষ মরে
ওটা নাকি জেহাদ!
নিজের পাপ মুছতে
খুনটাই তো মুরাদ!!
পরের বুদ্ধিতে রাজাও ফকির
সেটা ও জানেনা।
ধর্মের নামে অধর্ম হচ্ছে
তা কি আমরা বুঝিনা।
ধর্ম আজ বন্দুকে,
ধর্ম আজ গুলিতে।
ধর্ম আজ দাঁড়িয়ে আছে,
অধর্মের মুঠোতে।
ধর্ম আজ আঘাত হানে
গরু-মোষের হাত ধরে।
ধর্ম আজ লুকিয়ে আসে,
বর্ডারের পথ ধরে।
রক্তারক্তি হাত ধরে আসছে
সেই অচ্ছে দিন।
ধর্ম রক্তের হরিখেলায়
দুনিয়াটা রঙিন।
―সেখ আমিমোন ইসলাম।
কে বলে হিন্দু তোমায়?
কে বলে মুসলমান?
কে বলে শিখ তোমায়?
কে বলে খ্রিষ্টান?
কে বলে তুমিই তো
সেই বীর্যস্খলনকারী?
কে বলে তুমি তো কাল
রাস্তায় করেছ মারামারি?
ধর্মের ছড়াছড়ি,
মানবধর্ম কই?
যাজকের বলে কিনা আমরা
উপরওয়ালাকে বাঁচাবই।
ধর্মের কর্মে মানুষ মরে
ওটা নাকি জেহাদ!
নিজের পাপ মুছতে
খুনটাই তো মুরাদ!!
পরের বুদ্ধিতে রাজাও ফকির
সেটা ও জানেনা।
ধর্মের নামে অধর্ম হচ্ছে
তা কি আমরা বুঝিনা।
ধর্ম আজ বন্দুকে,
ধর্ম আজ গুলিতে।
ধর্ম আজ দাঁড়িয়ে আছে,
অধর্মের মুঠোতে।
ধর্ম আজ আঘাত হানে
গরু-মোষের হাত ধরে।
ধর্ম আজ লুকিয়ে আসে,
বর্ডারের পথ ধরে।
রক্তারক্তি হাত ধরে আসছে
সেই অচ্ছে দিন।
ধর্ম রক্তের হরিখেলায়
দুনিয়াটা রঙিন।
―সেখ আমিমোন ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন