ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

বৃষ্টি বউ
বিকেল ঘনিয়ে অন্ধকারে
মেঘদূত ছায়া আঁকা
কাদা মাখা মেঘলা প্রলেপ
অনবরত পশলা ঝরে
পড়শির টালি বেয়ে
মরচে ধরা জানালার পিঠোপিঠি
আগেও বসতুম ছোটবেলায়
শেষবার পুতুলখেলার ঘরে গোল বাধে
ছোট্ট শাড়ি পরনে হাত নেড়ে
বাপের বাড়ি চলে
বহুদিন বাদে আর্জি আসে
শ্যাওলা ধরা বাক্স ভাজে
নীলচে খামে রামধনু রঙে লেখা
মল্লার হলে তুই ফিরব বাড়ি
আসিস পারলে বৃষ্টি হলে
গোল বাধিয়ে চলে যাওয়া
বৃষ্টি বউয়ের কাছে।
                                জয়দীপ রায়

                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন