ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২২ জুলাই, ২০১৮

বধূহনন---

সেদিনের দেখাটা ছিল তাদের রাস লীলার মাঠে...
স্ফূর্ত যৌবনে এসেছিল স্পর্শ কাতরে হাত ধরতে...
চোখের কৃপণে গিলেছিল তাকে...
প্রেমের আতরে সে ও আজ. নিজেকে মাখে...
বাইশের উত্তোলনে বিবাহ আবদ্ধে পড়ল সে বাঁধা...
মুহূর্তেই তাকে ধরতে হল অকালে বিড়ম্বনার হাতা...
পতি তার নেশায় মগ্ন প্রতি রাতে..
বাইশে শ্রাবণ ঝড়ে তার যান্ত্রিক জীবনের সাথে...
রক্তে ঝরা রাত গুলো তার  শরীরের ক্ষত...
পতি তার দানবীয় তেজে ক্লান্ত দেহে মত্ত...
এইভাবেই রাত গুলো তার ভাষায় হাহাকার..
একদিন হল তার নিত্য চিৎকারের সংহার...
 সিলিং ফ্যানে তার ঝুলন্ত দেহে ক্ষত বিক্ষত...
  সমাজের ভঙ্গিমা  দেহের দিকে তাকিয়ে রসিকতা  অব্যাহত...
আজ মনে হয় কুকুর শেয়ালেও কাঁদে.. ভাবে হয়ত
Celluloid এ সমাজ স্বপ্ন দেখছে এখনো..আজ ছিলোনা কোনো প্রশ্নের উত্তর, ছিল নিরপেক্ষতা আর নীরবতা আর অজানা এক সমীকরণ...

অদিতি চক্রবর্তী - - - -
ছদ্মনামে- তৃষ্ণা

1 টি মন্তব্য: