ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

দুঃস্বপ্নের চোরাবালি
--মধুমিতা নস্কর

স্বপ্নগুলো আজ আস্ত একটা কাঁটাঝোপ,
ঘুমের ভিতর স্বপ্ন কিনতে গেলেই শরীর হয়
ক্ষত বিক্ষত,
আঁচড় কাটে সুক্ষ্ম রেটিনায়,আহত কর্নিয়া,
অন্ধ আমি তাও স্বপ্নে হাতড়ে বেড়াই নিখোঁজ হৃদপিন্ড।

স্বপ্ন নয়,কেবল দুঃস্বপ্নের চোরাবালি হাতছানি দেয় চাক চাক অন্ধকারের মধ্যে থেকে,
নিশ্বাস আটকে গোগ্রাসে গিলে ফেলতে চায়
দয়াহীন মায়াহীন
স্বপ্নের সৎভাই দুঃস্বপ্ন।

স্বর্গ ও নয়,নরক ও তো নয়
এ যেন পৃথিবীর বুকে আরেক
রুক্ষ পৃথিবী।

পাহাড় প্রান্তর পেরিয়ে,নদী পেরিয়ে
কল্পলোকে বিচরণ করতে থাকি
দুঃস্বপ্ন এড়াতে,
তবুও পিছু ছাড়েনা অমঙ্গল,
তাড়া করে বেড়ায় নিশিদিন
মণিহারা সাপের মতো।

খুঁজতে খুঁজতে একদিন ঠিক খুঁজে পায়,
হাজার বছর পর,গুহার সিঁদ কেটে,
সেদিন দুঃস্বপ্নের বাতি পোড়ায় তাঁর শিখায় এক লহমায়,
ছাই হয়ে অনাবিল স্বপ্ন মিশে যায় 'দুঃস্বপ্নের পঞ্চভূতে'।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন