ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২১ জুলাই, ২০১৮

একসাথে

মঙ্গল, চাঁদে
দিচ্ছি পাড়ি।
তবু আমাদের
ঘরেই মারামারি।

ভাসছে ডুবছে
আমাদেরই তরী।
নৌকোতো মাঝগঙ্গায়
এবারে কি করি?
মোচমান হিদু
একই সাথে
জলেই হবে
ডুবে মরতে।
একসাথে যদি
বাঁচি দুজনে,
তবে, মরণে
কেন জাত
কেন ধর্মের হাত?
বলে একসাথে মরতে?

―সেখ আমিমোন ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন