ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২১ জুলাই, ২০১৮

★বিষাক্ত নারী★

এক খণ্ড মেঘ থেকে
খসে পড়ছে পারদের দঁক,
রক্তের রং তখন ১০৪°c এর   উর্ধ্বে।
তবু নিকোটিনে আসক্ত কর্ণিয়া
মরুভূমির আফিমের গন্ধ শুকেই,
রাতের কুহেলিকা মুমূর্ষু ডিমলাইটেই হয় জব্দ।
হঠাৎ আবেগী হিমালয়ের তড়িৎ ঝড়ে
ফাঁকা মস্তিষ্কে মেশে ইলুসিভ ভাইরাস,
তবুও অভাগা হৃদয় একটু সুখ বোনে
ভাঙা চরকার ধূসর ফুসফুসে।
এদিকে কলমের নিব ছিঁড়ে
 রেলগাড়ি বহুদূর চলমান,
সেখানেও একফালি রোদ থেকে জন্ম হয়
এক বিষাক্ত নারীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন