৩) বর্ষা
---রাণা চ্যাটার্জী
বৃষ্টি ,বাদল ,বর্ষা ,
তোর ওপর অনেক ভরসা,
গ্রীষ্ম এলে পরে,
কি যে মনে পড়ে ।
বুঝবি না কো তুই ,
দু হাত দিয়ে বৃষ্টি ফোঁটা ,
আঙুল স্পর্শে ছুঁই ।
বৃষ্টি নিয়ে মেঘ বালিকা ,
আছড়ে পরে যেই,
কৃষক সমাজ, মধ্যবিত্ত
আনন্দে হই চই ।
রুখা শুখা খেতের পরে ,
সবুজ ফসল সোনা ঝরে ।
আল ধরে যাই,আলতো পায়ে,
স্বপ্নে বিভোর হই ।
বর্ষা তুই স্বপ্ন দেখাস ,
বাঁচার রসদ তুই ই ,
যখন শুনি খরার দাপট,
মনমরা হয়ে রই।
আয়রে বর্ষা,মোদের ভরসা
সময় করে বঙ্গে ,
তোর ছোঁয়াতে,দোলা লাগুক,
খুশির মাতন অঙ্গে ।
💐💐-------------💐💐
---রাণা চ্যাটার্জী
বৃষ্টি ,বাদল ,বর্ষা ,
তোর ওপর অনেক ভরসা,
গ্রীষ্ম এলে পরে,
কি যে মনে পড়ে ।
বুঝবি না কো তুই ,
দু হাত দিয়ে বৃষ্টি ফোঁটা ,
আঙুল স্পর্শে ছুঁই ।
বৃষ্টি নিয়ে মেঘ বালিকা ,
আছড়ে পরে যেই,
কৃষক সমাজ, মধ্যবিত্ত
আনন্দে হই চই ।
রুখা শুখা খেতের পরে ,
সবুজ ফসল সোনা ঝরে ।
আল ধরে যাই,আলতো পায়ে,
স্বপ্নে বিভোর হই ।
বর্ষা তুই স্বপ্ন দেখাস ,
বাঁচার রসদ তুই ই ,
যখন শুনি খরার দাপট,
মনমরা হয়ে রই।
আয়রে বর্ষা,মোদের ভরসা
সময় করে বঙ্গে ,
তোর ছোঁয়াতে,দোলা লাগুক,
খুশির মাতন অঙ্গে ।
💐💐-------------💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন