১১) বর্ষায় মন
---চঞ্চল ভট্টাচার্য
মেঘাবৃত আকাশ মানেই আপার খুশি মনে,
হঠাৎ করেই বৃষ্টি এলে ভিজবো অকারণে।
বিকাল গড়িয়ে বৃষ্টি এলো সন্ধ্যা নামার আগে,
পুনরায় মন আপ্লুত হলো মনের পূর্বরাগে।
বৃষ্টির সাথে হাত মিলিয়ে ভিজতে গেলাম ছাদে,
পাগল বৃষ্টি মন ভেজালো অবিরত আহ্লাদে।
বৃষ্টি আমার শরীর ভেজায়, সঙ্গে ভেজায় মনও,
বৃষ্টি আমার বান্ধবী নয়, সে মোর প্রেমিকাসম।
মনের যত গ্লানি আছে ধুয়ে মুছে দেয় বৃষ্টি,
মন খারাপটা অবসর নেয়,আনন্দের হয় সৃষ্টি।
মৃতপ্রায় সব অনুভূতিরা জাগ্রত হয় বর্ষায়,
দুঃখ কষ্ট দূরে ঠেলে মোর মনে জাগে শুধু ভরসা।
💐💐---------------💐💐
---চঞ্চল ভট্টাচার্য
মেঘাবৃত আকাশ মানেই আপার খুশি মনে,
হঠাৎ করেই বৃষ্টি এলে ভিজবো অকারণে।
বিকাল গড়িয়ে বৃষ্টি এলো সন্ধ্যা নামার আগে,
পুনরায় মন আপ্লুত হলো মনের পূর্বরাগে।
বৃষ্টির সাথে হাত মিলিয়ে ভিজতে গেলাম ছাদে,
পাগল বৃষ্টি মন ভেজালো অবিরত আহ্লাদে।
বৃষ্টি আমার শরীর ভেজায়, সঙ্গে ভেজায় মনও,
বৃষ্টি আমার বান্ধবী নয়, সে মোর প্রেমিকাসম।
মনের যত গ্লানি আছে ধুয়ে মুছে দেয় বৃষ্টি,
মন খারাপটা অবসর নেয়,আনন্দের হয় সৃষ্টি।
মৃতপ্রায় সব অনুভূতিরা জাগ্রত হয় বর্ষায়,
দুঃখ কষ্ট দূরে ঠেলে মোর মনে জাগে শুধু ভরসা।
💐💐---------------💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন