কবিতার নামঃ- 'জলফড়িং '
আমার মনের জলফড়িং-এর বড্ড বাজে স্বভাব,
তোমার মনটা জলেই ভরা,ফড়িংটারই অভাব।
আমার মনে জলটা কমই
তোমার মনের চায়তে,
আমার মনের ফড়িংটা তবুও
চায়ছে নৌকা বায়তে।
কিন্তু এখন কি করা যায়
আমার মনের জল কম,
তোমার মনের জলেই আমার
ফড়িং থাকবে অনুপম।
তাই তো বলি তোমার জলে
আমার ফড়িং ভাসুক।
তোমার জল আর আমার ফড়িং জোয়ার নিয়ে আসুক।
জল বিনা কি জলফড়িংটা থাকতে পারে কখ্খনো,
জলফড়িং-এর প্রেম পেয়েছে তুমি শুধু দিন গুনো।
জুলাই সংখ্যা
দৈনিক
চঞ্চল ভট্টাচার্য্য (বর্ধমান)
আমার মনের জলফড়িং-এর বড্ড বাজে স্বভাব,
তোমার মনটা জলেই ভরা,ফড়িংটারই অভাব।
আমার মনে জলটা কমই
তোমার মনের চায়তে,
আমার মনের ফড়িংটা তবুও
চায়ছে নৌকা বায়তে।
কিন্তু এখন কি করা যায়
আমার মনের জল কম,
তোমার মনের জলেই আমার
ফড়িং থাকবে অনুপম।
তাই তো বলি তোমার জলে
আমার ফড়িং ভাসুক।
তোমার জল আর আমার ফড়িং জোয়ার নিয়ে আসুক।
জল বিনা কি জলফড়িংটা থাকতে পারে কখ্খনো,
জলফড়িং-এর প্রেম পেয়েছে তুমি শুধু দিন গুনো।
জুলাই সংখ্যা
দৈনিক
চঞ্চল ভট্টাচার্য্য (বর্ধমান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন