নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

১০) বিষাদ
           ---পৌলোমী দাস

পোড়া পোড়া গন্ধ বেরোয়

চুল্লির ওপর বৃষ্টি পরলে।

ধোঁয়া উঠছে মনের ভেতর

ভীষণ জ্বালার সময় হলে।


আমি জানি গা সওয়ানো

সব ভাঙনের আলগা সুতো।

মরা চারায় জল ঢালি রোজ

বাঁচিয়ে রাখাই মস্ত ছুঁতো।


কেন বারবার, অবহেলায়

খুঁজি বল তো সেই তোকেই।

লাগাম ছাড়া অপনামানেও

নিঃস্ব হওয়া বিষাদ চোখে।


হারিয়ে যা, ছেড়ে যা

চাইছি না আর খুব জড়াতে

মানুষ ভিষণ বেইমান বুঝলি

পারে না সবাই সরিয়ে দিতে।
                         💐💐----------💐💐

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন