সুখ নেবে গো ! এট্টুখানি সুখ ?
বিনামূল্যে দিতে পারি ঘুচিয়ে তোমার দুখ।
তুমি যদি আকাশ আলোয় চোখ রাখ হে ভাই...
দেখবে সেথা আলোর ঝিলিক, দুঃখ সেথা নাই।
নদীর টানে বাতাস যত, বুক ভরে নাও শ্বাস।
মিটে যাব কষ্টগুলো দুঃখ হবে নাশ।
দেখে যাও একবার, সবুজ মাঠে ঢেউয়ের দোলায় নাচে
পাখিরা সব আপন মনে, ডাকছে গাছে গাছে।
রাখাল যখন বাজায় বাঁশি, উদাস দুপুর বেলায়
সমস্ত দুখ ভাসিয়ে দিয়ে, তোমরা সুখের ভেলায়,
দাও ভাসিয়ে দাও !
উদাস গাঙে সাঁতার কেটে
সুখ তরীটি বাও।
কি হবে আর দুঃখ পুষে, সুখ কিনে নাও নিজে
ঘামের দামে আর কতকাল থাকবে বল ভিজে।
এখন সবাই গাইতে পার, প্রেমের সুরে গান,
দুঃখ গুলো পালিয়ে যাবে, আসবে সুখের বান।
সুখের ফেরীওয়ালা/অয়ন কর্মকার
বিনামূল্যে দিতে পারি ঘুচিয়ে তোমার দুখ।
তুমি যদি আকাশ আলোয় চোখ রাখ হে ভাই...
দেখবে সেথা আলোর ঝিলিক, দুঃখ সেথা নাই।
নদীর টানে বাতাস যত, বুক ভরে নাও শ্বাস।
মিটে যাব কষ্টগুলো দুঃখ হবে নাশ।
দেখে যাও একবার, সবুজ মাঠে ঢেউয়ের দোলায় নাচে
পাখিরা সব আপন মনে, ডাকছে গাছে গাছে।
রাখাল যখন বাজায় বাঁশি, উদাস দুপুর বেলায়
সমস্ত দুখ ভাসিয়ে দিয়ে, তোমরা সুখের ভেলায়,
দাও ভাসিয়ে দাও !
উদাস গাঙে সাঁতার কেটে
সুখ তরীটি বাও।
কি হবে আর দুঃখ পুষে, সুখ কিনে নাও নিজে
ঘামের দামে আর কতকাল থাকবে বল ভিজে।
এখন সবাই গাইতে পার, প্রেমের সুরে গান,
দুঃখ গুলো পালিয়ে যাবে, আসবে সুখের বান।
সুখের ফেরীওয়ালা/অয়ন কর্মকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন