🌧🌧☔এডিটর বলছি🖋
-----------_----------_---------
প্রতিটি বছর যে বর্ষা আনবেই এমনটা নয় কিন্তু কোনো কোনো বছর বর্ষা আনে আর যে বছর বর্ষা আসে সে বছর বর্ষা কাল আর বর্ষা কাল মানেই গুছিয়ে বলার কিছুই নেই জানেনই তো।
ছোটো থেকে বুড়ো সবাই এই কালের মজা বেশ মজলুসে নিয়ে থাকে।
ছোটো দের ভিজতে থাকা,যদিও স্কুল ফিরতি পথে কচুর পাতার মাথা বাঁচানো কমই দেখা যায় আজ কাল কিন্তু মজা চলেই।
বৃষ্টির বিকেলে ভুট্টা শ্যাঁকা আর আমাদের সকলের প্রিয় ম্যাগি তো আছেই। বড়োরাও মজা নিতে ভুলে না খিঁচুড়ি স্বাদের সে যায় হোক।
জলফড়িং ও এবারের সংখ্যার রেখে দিল বর্ষা'কে আর এবারের সংখ্যায় প্রচ্ছদ খানি আঁকিয়ে নিল ত্রিপুরার শিল্পী কে দিয়ে আর সম্পাদক সুনন্দ মন্ডল, প্রকাশক উইলিয়াম সাজিদ সুলতান। এ গেল বিবরণ জলফড়িং-র বর্ষা সংখ্যা।
আগের সংখ্যায় প্রিন্টেডের জন্য নির্বাচিত লেখা নেওয়া হয়েছিল মৌসুমী ভৌমিক আর ভারতী ধরের। এবারেও হবে তবে কে বা কারা নির্বাচিত হলেন প্রিন্টেডের জন্য সেটা দেখতে হলে চোখ রাখুন জলফড়িং-র তক্তাপোশে জানাবেন সম্পাদক।
💐💐----------------------💐💐
-----------_----------_---------
প্রতিটি বছর যে বর্ষা আনবেই এমনটা নয় কিন্তু কোনো কোনো বছর বর্ষা আনে আর যে বছর বর্ষা আসে সে বছর বর্ষা কাল আর বর্ষা কাল মানেই গুছিয়ে বলার কিছুই নেই জানেনই তো।
ছোটো থেকে বুড়ো সবাই এই কালের মজা বেশ মজলুসে নিয়ে থাকে।
ছোটো দের ভিজতে থাকা,যদিও স্কুল ফিরতি পথে কচুর পাতার মাথা বাঁচানো কমই দেখা যায় আজ কাল কিন্তু মজা চলেই।
বৃষ্টির বিকেলে ভুট্টা শ্যাঁকা আর আমাদের সকলের প্রিয় ম্যাগি তো আছেই। বড়োরাও মজা নিতে ভুলে না খিঁচুড়ি স্বাদের সে যায় হোক।
জলফড়িং ও এবারের সংখ্যার রেখে দিল বর্ষা'কে আর এবারের সংখ্যায় প্রচ্ছদ খানি আঁকিয়ে নিল ত্রিপুরার শিল্পী কে দিয়ে আর সম্পাদক সুনন্দ মন্ডল, প্রকাশক উইলিয়াম সাজিদ সুলতান। এ গেল বিবরণ জলফড়িং-র বর্ষা সংখ্যা।
আগের সংখ্যায় প্রিন্টেডের জন্য নির্বাচিত লেখা নেওয়া হয়েছিল মৌসুমী ভৌমিক আর ভারতী ধরের। এবারেও হবে তবে কে বা কারা নির্বাচিত হলেন প্রিন্টেডের জন্য সেটা দেখতে হলে চোখ রাখুন জলফড়িং-র তক্তাপোশে জানাবেন সম্পাদক।
💐💐----------------------💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন