ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১১ জুলাই, ২০১৮

গণতন্ত্র

          সুমিত বিশ্বাস

জ্বলছে চিতায় গণতন্ত্র
মারবো জিতবো এটাই মন্ত্র৷
চলছে খেলা রক্ত হোলি
শহর নগর সারা গলি৷
বৈশাখেতে বিষাদ ফাগুণ
পাড়ায় পাড়ায় জ্বলছে আগুণ৷
জানি গণতন্ত্রর আসল অর্থ
সমস্যা মিটবে হবেনা ব্যর্থ৷
এখন দেখি উল্টে গেছে সব
গণতন্ত্র আসলে একটা রব৷
আজ গোটা বাংলা জুড়ে চলছে বাঘ বন্দি খেলা
গণতন্ত্র চিতায় মরছে পুড়ে মরছে দুবেলা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন