সৃজনের ঘনঘটা
---মধুমিতা নস্কর
ওরা ভালো থাক,
যারা দয়িতার বুকে পাথর চাপিয়ে,
সংহার ব্রতে করছে নির্জলা উপবাস.!
যারা কথার মোড়কে কথা লুকিয়ে মিছরির ছুরি
মারছে দিনরাত.!
তারা ভালো থাক,
যারা শব্দ পারদে শব্দ চড়িয়ে প্রতিশ্রুতি ভাঙছে
অনর্গল.!
আর অচিন গাঁয়ের মরা শ্রমিকের বুকে লক আউটের মিছিল হানছে অবিরাম।
যারা প্রতিদিন মুখোশ পরে ভালো মানুষ সাজো,
আর ধনীকের তোষামোদে গোলাম হয়ে বাঁচো.!
হ্যাঁ তোমরা,তোমরাও ভালো থেকো।
যারা লোভাতুর কাক,নারীর শরীর মাংস ভেবে
ছিঁড়ে খায় প্রতিপল,
আচ্ছা তাদের উপস্থে কি কখনও হবেনা পক্ষাঘাত.!
অন্যায় শেষে হবে কি শুধুই মোমবাতি মিছিল?
হবে না কখনও নরপিশাচের বলির রক্ত হোলি?
এখনও যারা ইনামে ইনাম তুলে সোনাগাছিতে করছে বোহুরি বেচাকেনা,
তাদের জীবনে কি কখনও নামবেনা কালোছায়া.!
কন্যা বলে সদ্যজাতের স্থান ওই ডাস্টবিনে.!
শুধু নারী বলেই ধর্ষিতা সে,ছিন্নভিন্ন দেহে রক্ত মেখে আজ শুয়ে আছে রেললাইনে?
আচ্ছা,তাদের মাথা ছেদ হবে কি কোনদিন গিলোটিন যন্ত্রে?
কখনও কি তাদের মনোভাব বদলাবে উপনিষদের মন্ত্রে?
তাকিয়ে আছি সেই সুদিনের দিকে যেদিন নির্ভয়ে বাঁচবে সকল আবালবৃদ্ধবনিতা,
তোমার আমার সবার সাথেই সেদিন,
আকাশে বাতাসে জমবে আবার সৃজনের ঘনঘটা..।।
---মধুমিতা নস্কর
ওরা ভালো থাক,
যারা দয়িতার বুকে পাথর চাপিয়ে,
সংহার ব্রতে করছে নির্জলা উপবাস.!
যারা কথার মোড়কে কথা লুকিয়ে মিছরির ছুরি
মারছে দিনরাত.!
তারা ভালো থাক,
যারা শব্দ পারদে শব্দ চড়িয়ে প্রতিশ্রুতি ভাঙছে
অনর্গল.!
আর অচিন গাঁয়ের মরা শ্রমিকের বুকে লক আউটের মিছিল হানছে অবিরাম।
যারা প্রতিদিন মুখোশ পরে ভালো মানুষ সাজো,
আর ধনীকের তোষামোদে গোলাম হয়ে বাঁচো.!
হ্যাঁ তোমরা,তোমরাও ভালো থেকো।
যারা লোভাতুর কাক,নারীর শরীর মাংস ভেবে
ছিঁড়ে খায় প্রতিপল,
আচ্ছা তাদের উপস্থে কি কখনও হবেনা পক্ষাঘাত.!
অন্যায় শেষে হবে কি শুধুই মোমবাতি মিছিল?
হবে না কখনও নরপিশাচের বলির রক্ত হোলি?
এখনও যারা ইনামে ইনাম তুলে সোনাগাছিতে করছে বোহুরি বেচাকেনা,
তাদের জীবনে কি কখনও নামবেনা কালোছায়া.!
কন্যা বলে সদ্যজাতের স্থান ওই ডাস্টবিনে.!
শুধু নারী বলেই ধর্ষিতা সে,ছিন্নভিন্ন দেহে রক্ত মেখে আজ শুয়ে আছে রেললাইনে?
আচ্ছা,তাদের মাথা ছেদ হবে কি কোনদিন গিলোটিন যন্ত্রে?
কখনও কি তাদের মনোভাব বদলাবে উপনিষদের মন্ত্রে?
তাকিয়ে আছি সেই সুদিনের দিকে যেদিন নির্ভয়ে বাঁচবে সকল আবালবৃদ্ধবনিতা,
তোমার আমার সবার সাথেই সেদিন,
আকাশে বাতাসে জমবে আবার সৃজনের ঘনঘটা..।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন