ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১১ জুলাই, ২০১৮

প্রথম যখন শহরে এলাম,
কেউই পাত্তা দেয় না
শুধু আমি গ্ৰামের ছেলে বলে।
তবে আমি হাল ছাড়িনি
হয়তো কাউকে না পেয়ে
একা একা অনেক কিছু করেছি।

যখন তাদের আমাকে প্রয়োজন হয়
তারা ঠিকই আমার কাছে ছুটে এসেছে
তবে শুধু নিজেদের প্রয়োজনে।
কেউ আমাকে গ্ৰাহ‍্য করেনি কোনোদিনই
শুধু আমি গ্ৰামের ছেলে বলে।

ভালো না লাগলেও শিখে গেছি
থেকেও কিভাবে না থাকতে হয়
তবে শহুরে ঢং আমার একদম অপছন্দ
যেখানে মানুষ গুলো সব মাথা নিচু করে
হিড়হিড় করে হেঁটে যাচ্ছে।
কেউ একটা মাথা তুলেও বলে না
ওহে! কেমন আছো?

আমি গ্ৰামের ছেলে বলে!
প্রথম প্রথম আমারই ভুল হয়েছে
আমি ভাবতাম যে কেউ আমাকে মূল্য দেয় না।
কিন্তু এখন আমার ভুল ভেঙ্গেছে
এ কারো প্রতি অবহেলা নয়
এ হচ্ছে শহরের মানুষের এক  মারাত্বক ব‍্যাধি ।


লেখা: শুধু আমি গ্রামের ছেলে বলে
নাম:জাহাঙ্গীর হোসেন
দৈনিক সংখ্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন