ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

ধর্ম

      সুমিত বিশ্বাস

ধর্মের আসল মর্ম
ধারণ করো কর্ম৷
হিন্দু মুসলিম খ্রীষ্টান জৈন্য
মোরা সব ভারতমাতার সৈন্য৷
তবে কেন হিংসা মারামারি
ভাই হয়ে ভায়ের গলায়ধরো তরবারি৷
ভারতমাতার মাটির গন্ধে
ভাষা পায় কবিতার ছন্দে৷
ঔই মাটিতে ফসল ফলায়
হিন্দু মুসলিম সবচাষিয়৷
একি মায়ের অমূল্য সুধা
পান করে মেটায় ক্ষুধা৷
তবে কেন এমন দ্বিধা
রেখোনা মনে কোন বাধা৷
সংকটে নেই ধর্ম টর্ম
সংকটে আছে মানব ধর্ম৷
সংকট মোচন হয়ে মোরা
সন্ত্রাসহীন করব এই ধরা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন