নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

১) বর্ষামুখর     
           ---সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

জরাজীর্ণ গ্রীষ্মকালে প্রকৃতি আজ ক্লান্ত,

বৈশাখ-জৈষ্ঠ্য গিয়ে এখন উত্তাপ অতিক্রান্ত।

প্রকৃতিতে বর্ষা এসেছে মুখরিত শ্রাবণে,

আপন প্রেমপেয়ালার পবিত্র অবগাহনে...

বারিধারায় সিক্ত মনে প্রকৃতি হয়েছে প্রাণবন্ত।


মানব জীবনে সৃজিত হয় প্রকৃতির যত আশা,

বর্ষা মঙ্গল উৎসবে করি উজার সব ভালোবাসা।

গোধুলী বেলায় স্নিগ্ধ বাতাস মেঘেরা পুঞ্জীভূত,

বর্ষা দিয়ে সকল প্রাণের অন্তরে জীবনামৃত।
                      💐💐-------------💐💐

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন