নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

#প্রতিবাদী

আজও সন্ধ্যা হয়েছে,
রোজকার মতো
হৃদয়ের গভীরতা ছুঁয়েছে
অন্ধকারের রাক্ষুসে দুটি হাত।।

সেদিনও তো সন্ধে ছিল,
আজকের মতোই
দু'চোখ কি বাঁধা ছিল?
করোনি তো প্রতিবাদ।।

আজকে উল্টো দিকে হাটা দিয়েছে
অন্ধকারের বেলেল্লাপনা
শুধুমাত্র তোমার সেদিনের অবহেলার জন্যই এতকিছু।।

সেদিন চাইলেই তুমি প্রতিবাদ করতে পারতে,
বুক চিরে আলো জ্বালাতে অন্ধকারে
আজকে তোমার আর সে ক্ষমতা নেই,
তাইতো তোমার মাথা নিচু।।


জাহাঙ্গীর হোসেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন