ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

৫) *আকাশ...হতেই পারিস প্রেমের উপন্যাস* 
                ---পায়েল খাঁড়া


এমন ভিজে মেঘলা দিনে, 

আকাশ...

তুই তো হতেই পারিস কোনো প্রেমের উপন্যাস!

নাহ নাহ, বানানো কোনও কাব্যকথা নয়

অল্প কিছু কুন্দ-কদম, আঁচলা সোঁদা হাওয়া

আসব আসব অপেক্ষাতে আলতো অস্থিরতা

আর ভিজে আলোয় আর্দ্র উত্তাপ;

ব্যাস...

তোর রঙ-বুনটে থাকবে লেখা পারদ পূর্বাভাস।

আমি বাঁশের কলি কেটে দাঁতে

আনমনা দুই নুপুর পায়ে,

দুলব দুপুর দড়ির দুলন দখিন বারান্দাতে।

দূরে কাদের যেন বাড়ি...

সারাদিনের ঘর-কন্নার গুটিয়ে পাততাড়ি

রেডিয়োর নবে ঘুরবে আঙুল কিশোর-হেমন্তে,

জানালার শিকে পড়শি হওয়া খয়েরী দুপুরটুকুই

জানবে শুধু...

কেমন ক’রে এলো চুলের আবড়ালে

চোখের কোনে মুক্ত জমায় হঠাৎ অজান্তে,

হারানো কত চিঠির স্মৃতির উষ্ণ সহবাস!

চাইনা রে তোর নিখুঁত উপস্থাপন,

নাই বা রাখলি নাটকীয় অন্ত্যমিল—

শব্দ ভারী বাড়াবাড়ি চটক গল্পকথন;

সহজ কিছু কথায় ছুঁয়ে দিস মনের চোরাগলি

চাই না কোন আলংকারিক জটিল অনুপ্রাস।

বরং...

একচিলতে নরম ব্যাথা বাঁ-বুকেতে জাগাস;

এমন ভিজে মেঘলা দিনে,

আকাশ...

জল থৈ থৈ চোখের ছায়াপথে

তুই তো হতেই পারিস একটা প্রেমের উপন্যাস!
                     💐💐-------------💐💐

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন