২) বর্ষামুখো
--- ভারতী ধর
গুমোট আকাশ তপ্ত ধরণী
বর্ষা কোথায় হায় !
ব্যাকুল বাতাস বর্ষার খোঁজে
ছুটছে হিমালয় ।
মাটির তলায় কান পেতে আছে
বীজের অঙ্কুর যত ,
বর্ষা রানীর সোহাগ লাগি
করিছে ইতস্ততঃ ।
পুকুরের জল গরম তবু
মাছেরা লাফায় আনন্দে ,
পান কৌড়ি ডুবছে হাপুস
প্রতিযোগিতার ছন্দে।
পিঁপড়ের দল খাবার বহে
বাবুই বোনে বাঁসা ,
ঘন কালো মেঘ দেখলেই
আনন্দে নাচে চাষা ।
কেতকী কেয়া কদম হাসে
সুরভির ডালি হাতে ,
রসের ফোয়ারায় কাঁঠাল ও তাল
বর্ষা বার্তায় মাতে।
চারিদিকে এত মাতামাতি শুধু
বর্ষা এলেই হয় ,
বৃষ্টি ধারায় ধুয়ে যাক যত
ধরার মালিন্য ও ক্ষয় ।
💐💐-----------💐💐
--- ভারতী ধর
গুমোট আকাশ তপ্ত ধরণী
বর্ষা কোথায় হায় !
ব্যাকুল বাতাস বর্ষার খোঁজে
ছুটছে হিমালয় ।
মাটির তলায় কান পেতে আছে
বীজের অঙ্কুর যত ,
বর্ষা রানীর সোহাগ লাগি
করিছে ইতস্ততঃ ।
পুকুরের জল গরম তবু
মাছেরা লাফায় আনন্দে ,
পান কৌড়ি ডুবছে হাপুস
প্রতিযোগিতার ছন্দে।
পিঁপড়ের দল খাবার বহে
বাবুই বোনে বাঁসা ,
ঘন কালো মেঘ দেখলেই
আনন্দে নাচে চাষা ।
কেতকী কেয়া কদম হাসে
সুরভির ডালি হাতে ,
রসের ফোয়ারায় কাঁঠাল ও তাল
বর্ষা বার্তায় মাতে।
চারিদিকে এত মাতামাতি শুধু
বর্ষা এলেই হয় ,
বৃষ্টি ধারায় ধুয়ে যাক যত
ধরার মালিন্য ও ক্ষয় ।
💐💐-----------💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন