______ছন্দে বীর্যে সাহস গাথা
সুনন্দ মন্ডল
পুরুষ: নারীর চলায় ছন্দ আছে
দ্বন্দ্ব আছে মুখের বলায়।
হেলে দুলে চুলের খোঁপা
নিতম্ব নাচে কোমর দোলায়।
নারী: পুরুষ খোঁজে চোখের তারায়
সুখের একটু নিশান বাতি।
নাক পাথরে রূপের মালা
খোঁজে দেখি আপন সাথী।
পুরুষ: নারী নামে ষোলো কলা
দেহের ভাঁজে নিত্য লীলা।
এ কীরে ভাই শুধুই খেলা
বুঝিনা তো কোনোই ছলা।
নারী: পুরুষ চোখে নাচে কেবল
কাম লালসা ডজন খানেক।
স্বার্থের ঘরে বদ্ধ করে
তৃপ্তি মেটাও হাজার জনেক।
পুরুষ: নারী মানে সর্বনাশা
টাইফুনেতে মাতায় বিশ্ব।
নারী ওরে দস্যু চামর
নারী নামে কাঁপে শিষ্য।
নারী: পুরুষ তবে টর্নেডো হয়
প্রতিহিংসার বীজ বপনে।
ধর্ষণে তাই মেটায় জ্বালা
নারী সঙ্গ পেয়ে ক্ষণে।
পুরুষ: ওরে নারী তোমার হাতে
লাটাই ঘুড়ি জগৎ চলে।
তোমার নামেই কূজন হয়ে
পায়ের নূপুর কথা বলে।
নারী: পুরুষ তোমার বক্ষে সাহস
জুগায় নারীর মনে দোলা।
তোমার শক্তি বীর্য দামে
প্রহর গোনে মেয়েবেলা।
------------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
(দৈনিক সংখ্যা)
সুনন্দ মন্ডল
পুরুষ: নারীর চলায় ছন্দ আছে
দ্বন্দ্ব আছে মুখের বলায়।
হেলে দুলে চুলের খোঁপা
নিতম্ব নাচে কোমর দোলায়।
নারী: পুরুষ খোঁজে চোখের তারায়
সুখের একটু নিশান বাতি।
নাক পাথরে রূপের মালা
খোঁজে দেখি আপন সাথী।
পুরুষ: নারী নামে ষোলো কলা
দেহের ভাঁজে নিত্য লীলা।
এ কীরে ভাই শুধুই খেলা
বুঝিনা তো কোনোই ছলা।
নারী: পুরুষ চোখে নাচে কেবল
কাম লালসা ডজন খানেক।
স্বার্থের ঘরে বদ্ধ করে
তৃপ্তি মেটাও হাজার জনেক।
পুরুষ: নারী মানে সর্বনাশা
টাইফুনেতে মাতায় বিশ্ব।
নারী ওরে দস্যু চামর
নারী নামে কাঁপে শিষ্য।
নারী: পুরুষ তবে টর্নেডো হয়
প্রতিহিংসার বীজ বপনে।
ধর্ষণে তাই মেটায় জ্বালা
নারী সঙ্গ পেয়ে ক্ষণে।
পুরুষ: ওরে নারী তোমার হাতে
লাটাই ঘুড়ি জগৎ চলে।
তোমার নামেই কূজন হয়ে
পায়ের নূপুর কথা বলে।
নারী: পুরুষ তোমার বক্ষে সাহস
জুগায় নারীর মনে দোলা।
তোমার শক্তি বীর্য দামে
প্রহর গোনে মেয়েবেলা।
------------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
(দৈনিক সংখ্যা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন