১৫) মৌসুমী-মরসুম-অবগাহন
----সুনন্দ মন্ডল
মৌসুমী এসে গেল!
মেঘ যে রাগ করেছিল!
পঞ্চ হ্রদের দেশ থেকে বাষ্প ধার নিয়ে
আমাদের ঘরে এলো।
মৌসুমী, তুই এত দেরী কেন করলি?
তোর অপেক্ষায় এই শহর,
বাতাসের ডানায় চাতকও ওড়ে!
সমভূমি তো মরুর রূপ নিয়েছিল।
যাইহোক, এলি তুই অবশেষে!
রুক্ষ মাটির বুকে তৃপ্তির স্বাদ
গাছেদের গায়ে পরিপাটি
শামুক ভেজা ভেজা গন্ধে উশখুশ।
তোর ছোঁয়া পেয়ে সজীব প্রাণ পেল,
মাশরুমও দেখি ছাতা মেলেছে!
শ্যাওলারা ভেসে যায় আনন্দের স্রোতে।
বর্ষার মরসুম শুরু হলো তোর অবগাহনে।
💐**------------**💐
----সুনন্দ মন্ডল
মৌসুমী এসে গেল!
মেঘ যে রাগ করেছিল!
পঞ্চ হ্রদের দেশ থেকে বাষ্প ধার নিয়ে
আমাদের ঘরে এলো।
মৌসুমী, তুই এত দেরী কেন করলি?
তোর অপেক্ষায় এই শহর,
বাতাসের ডানায় চাতকও ওড়ে!
সমভূমি তো মরুর রূপ নিয়েছিল।
যাইহোক, এলি তুই অবশেষে!
রুক্ষ মাটির বুকে তৃপ্তির স্বাদ
গাছেদের গায়ে পরিপাটি
শামুক ভেজা ভেজা গন্ধে উশখুশ।
তোর ছোঁয়া পেয়ে সজীব প্রাণ পেল,
মাশরুমও দেখি ছাতা মেলেছে!
শ্যাওলারা ভেসে যায় আনন্দের স্রোতে।
বর্ষার মরসুম শুরু হলো তোর অবগাহনে।
💐**------------**💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন