নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

বিদূষকের কবিতা
________________

কবিতার ভাষায় পড়েছিলো রক্তাক্ত ক্ষত...
আমি তো সেই রক্তের ওপর লিখেছিলাম আমার কবিতা...
আমি যে সর্বদাই সংখ্যাগরিষ্ঠ...
চেঁচিয়ে ছিল কেউ, বলেছিলো তোর কবিতা মানুষকে তার স্নায়ুতে আঘাত দেয়...
হাস্যকর সেই সব ভাষা...
বহিঃপ্রকাশ নয় আর..
থাকুক না হয় আমার সেই লাল হওয়া ছেঁড়া ডায়েরি টায়...
কবিতার প্রয়োজন হলে???? দেখিস তার প্রতিবিম্ব..
তবে তখনও সেই শ্রেষ্ঠ ভাষা গুলো আমার পেনের   ডগায় ধেয়ে আসবে...
চাইলেও মূল্যহীন হয়ে যাবে চাওয়া পাওয়ার অঙ্গীকার....
স্থান পাবে  এই বিধূষকের লেখা কবিতা.....

অদিতি চক্রবর্তী - - - - -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন