নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ৩০ জুলাই, ২০১৮

কলঙ্ক
―আমিমোন ইসলাম

এলোমেলো চুলে,
দানা দুটি মেলে,
চেপে সাইকেলে,
যাচ্ছিল সে স্কুলে।
রাস্তার মাঝে হটাৎ সে সেখানে
থামল শেয়াল-কুকুরের আক্রমণে।

সাইকেল তার রাস্তার ও'পাড়ে
ছিন্নভিন্ন দেহ তার ঝোপের আরে।
পরীক্ষার হলে পৌঁছতে দেরি হলে,
সবাই খুঁজে তাকে, খুঁজে না পেলে
থানায় যেতে যেতে ঝোপের আড়ালে,
ছিন্নভিন্ন রক্তাক্ত শরীর দেখে
কত জল কত আবেগ ক্যামেরায় রাখে।

হাসপাতালের পথ পেরিয়ে
তলোয়ার হাতে সমাজকে হারিয়ে,
আজ আরও একবার
সেই রাস্তায় সেই কলঙ্কটা তার
সাইকেলে স্কুল যাচ্ছিল আবার।
এবার সেই নিষ্পাপ, পবিত্র কলঙ্কটা,
ফিরে এসেছে আবার সেই কলঙ্কটা।
তবে এবার নীরব কান্নার বায়ু চিরে
এখন সে যাবে শ্মশানে নাহয় কবরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন