ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

আসল-নকল


আরো আরো চাই, তাই
দুনিয়াটা ক্ষেপে যায়।
লোভে লাভে সে তাই
তাবিজেই নেচে যায়।
ভোটে বোমা ফাটাই
তাই, সেই জিতে যায়।

ওই ভন্ড বাবারই
কালো হাতেই
টাকা উপচে
উপচে মাতে।
খেটে খাওয়া
মজুরেরা হায়,
নীরবে সব সয়ে
শুধু দেখে যায়।

এই পাপী
দুনিয়াটা তাই
শুধু ওদেরকেই
চুষে খায়।
ওরাই সংখ্যালঘুর
জালের কোঠায়
ফেঁসে যায়।

গ্রাজুয়েট সবাই
ফাঁকা পকেট তাই
আমরাই তার ভিড়ে
মিশে যায়।

কলেজের চত্বরে,
পাড়ার ক্লাবঘরে
আমাদের পাওয়া যায়।
কলেজের ছাতে হায়!
পতাকা বুঝিয়ে দেয়
আমরা স্বাধীন হই নাই।

নাটকে, কবিতায়
ঢাকাচাপা প্রতিভায়
কন্যাশ্রী জিতছে।
ভালো প্রতিভার
তাই দাম নাই।

শিশুদের পকেটে
বিড়ির প্যাকেটে,
বিড়িরা ধোয়াঁ ছাড়ছে
স্কুকের ছাদেতে
কেউ দেখে নেয় পাছে
বিড়ি সিগারেট
লুকিয়েই খাচ্ছে।

ফেলুদা আর দাশু
পাতাতেই থাকছে।
লাইব্রেরি ফাঁকা আজ
বইগুলো কাঁদছে।

দেশ ছেড়ে বিদেশেই
যাচ্ছে সুযোগ পেলেই।
টাকা ছেড়ে ডলারেই
সুখ খুঁজে নেই।

ঘরের খেয়ে
বনের মোষ তাড়িয়ে,
সুখী তারাই।
সুখী আজ তারাই।


―সেখ আমিমোন ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন