ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৮ জুলাই, ২০১৮

দুঃস্বপ্ন

আকাশের নীল রঙের নীচে বসে
      এক মনে সৌন্দর্য দেখি চাঁদের;
যেন চাঁদের সেই কলঙ্কের দেশে
      চলে গেছি আমার স্বপ্নের
স্রোতে ভেসে, অগন্তুক নিদ্রায়
      চোখ যত ভারী হয়,
যেন আমি চলে যাচ্ছি ততই;
      মহাকাশের বায়ুশূন্য অবস্থায়।

দুষ্টু অশান্তি, এক শান্ত বায়ুর
      ছায়ায় নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে;
ঢুলু ঢুলু চোখ: স্নিগ্ধ বাতাসের
      জোরে চোখটা বন্ধ হচ্ছে;
এমনসময় শান্ত দেবী চন্ডী সাজে,
আর কানে একটা শোরগোল বাজে-
"হারে-রে-রে-রে-রে হিঁদুগুলোকে কাটবো আজ...
হারে-রে-রে-রে-রে মোছমানগুলোকে মারবো আজ..."

ঘুম ভেঙ্গে যায় আমার,
         পাশে খবরের কাগজ!
রক্ত হিম হয়ে যায় আমার,
         যখন দেখি সেই সবুজ
ঘাসে রক্তাক্ত ঘুমন্ত শিশুটিকে।
         সেও এখন দুঃস্বপ্নে অবুঝ!
মনে ভাবি, থামবে কি এ দাঙ্গা?
নাকি বাংলা হবেই লাল রঙে রাঙা?

বুঝি, ইতিহাস কেবল বইয়েতেই
          সীমাবদ্ধ নয়।
আমাদের আবেগে, ভাবনায়, লেখায়
          তা জড়িয়ে থাকবেই।

       -সেখ আমিমোন ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন