ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

৭) বর্ষা
       ---মৌসুমী ভৌমিক

টাপুর টুপুর

মধুর দুপুর

ঝিরিঝিরি কলতান।

জলভরা দিন

শুধু রিমঝিম

বৃষ্টির শ্রাবণ গান।

মালতী চামেলি

কদম কেতকী

বর্ষাজলে করে স্নান।

যুঁই হাস্নুহানা

বর্ষাপুঞ্জ মেঘে

বাজায় মধুর গান।

কচিগাছ নুয়ে

বুঝি খেলা করে

জলনূপুরের ছন্দে।

টুপটাপ শব্দে

গাছগুলি দোলে

বর্ষাসিক্ত সোঁদা গন্ধে।

ঝরঝর বর্ষা

উচ্ছল উদ্দাম

অনন্যা সে শতরূপা ।

সুন্দর প্রকৃতি

নবঘনজলে

সবুজিয়া অপরূপা।
              💐💐---------💐💐

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন