ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১১ জুলাই, ২০১৮

#ফিরে_যাও
#তানেয়া_মুখার্জ্জী

দেখো আজও আবার তুমি
         করছো ছলনা
অথচ জানো কখোনোই
         এটাতো হবে না,

নিশ্চিৎ কেঁদেছিলাম সেদিন
        থাকতে তোমার কোলে
অধিকারও কি ছিল না আমার
        ঐ মমতার আঁচলে?

সমাজের ভয়ে তুমি
       ত্যাগ করলে অবহেলে
এতোই যদি ভয় ছিল,
     কেনই বা জন্ম দিলে?

কি দোষ করেছিলাম মাগো
        এ ধরাতে এসে?
সয়েছি সব অপমান আমি
        মুখ বুজে হেসে।

জারজ পুত্র নই আমি,
        আমি সূত পুত্র-
রাধাই আমার প্রকৃত মা
        ধরে পালন সূত্র।

ফিরে যাও তুমি,
        তোমার নিজ ঘরে,
পরিচয় দিয়ে কেন
        দূর্বল করো মোরে?

যারা দিয়েছে সম্মান,
       কিকরে ছাড়ি তাদের?
যতোই দীন হোক তারা,
       আমি শুধু তাদের।।

1 টি মন্তব্য: