ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২১ জুলাই, ২০১৮

#নিশীথে

#অমিত ঘোষ

তিন রাত্রি চোখের পাতা এক করতে পারিনি ।।
বারবার পাতায় অসংখ্য লাইন শুধু লিখে গেছি ।।
নিশিরাতে কতো রকম কবিতা এসেছে কে জানে...
কখনো অন্তমিল ছন্দে কখনো অমিত্রাক্ষর ছন্দে
বারবার কলম থামিয়ে ঘুমানোর চেষ্টা করেছি
কিন্তু পারিনি , এতো টুকুও পারিনি আমি
কতবার যে বিছানায় গড়াগড়ি দিয়েছি , লাভ হয়নি
আমার এতটুকুও ঘুম আসেনি , একটুকুও আসেনি
আমার রাতে শুধুই কবিতা আসে , শুধুই কবিতা ।।

কাল সারাটারাতও আমার ঘুম আসে নি ।।
তুমি যখন লাল কার্পেটের উপর নরম গদিতে শুয়ে
আমি তখন ঠান্ডা শক্ত মাটির উপর বসে
তুমি যখন তোমার প্রিয়তমের ঠোঁটে ঠোঁট রেখেছো
আমি তখন ঠোঁট রেখেছি কলমখানি মুখে নিয়ে ।।
ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল , গ্লাস , সিগারেট
বহুবার প্রতিজ্ঞা করেছি নেশাগ্রস্ত হবো না....
বহুবার জ্বলন্ত সিগারেটের ছোয়া শরীরে দিয়েছি
কতবার ভর্তি মদের গ্লাস আছার মেরে ভেঙেছি
কোনো লাভ হয়নি , হয়তো হবেও না ।।
কি ভাবছো নেশাগ্রস্ত আমি  ? মাতাল আমি ?
হাসালে .........
নেশাগ্রস্ত তো তুমিও , হ্যাঁ নেশাগ্রস্ত তুমিও .....

বিশ্বাস করো বহু চেষ্টা করেছি ঘুম আসেনি আমার
বহু ভাবে মন কে বোঝানোর চেষ্টা করেছি.......

            ওরে দিন উদাসীন ওরে খ্যাপা মন
     যে যায় চলে রাখিতে ধরে কি বা সাধ্য তোর ?

বহুবার বহুরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি ,
কে শোনে কার কথা , মন একটুকুও শোনেনি ।।

কাল নিশিরাতে অনেক কবিতা লিখেছি , অনেক
কখনো কবিতার উপর কেঁদেছি কখনো হেসেছি
অবশেষে খাতা থেকে পাতাটা ছিঁড়ে হাতে নিয়েছি
প্রত্যেকটা খাতার পাতা নিজের হাতে কুঁচ করেছি
আর একটা অক্ষরও বোঝা যায়নি একটাও না
তারপর , নিজের হাতে আগুন জ্বলিয়েছি
মুঠো করে কুচি কুচি টুকরো গুলো পুরিয়েছি ।।
আমার একটি রাতের সৃষ্টি পুড়ে গেলো ,
আমার রাতের সব ই যে পুড়ে গেল , সব ....সব
হ্যাঁ হ্যাঁ আমি সেই ধ্বংসকারী যে নিজের সৃষ্টি
নিজের হাতে পুড়িয়েছি , হ্যাঁ নিজেরই হাতে ।।
জানতে চাও কেন পুড়িয়েছি ? চাও জানতে ?
কারণ প্রত্যেকটা লাইন তোমায় নিয়ে লেখা ,
প্রত্যেকটা অক্ষর তোমাকে নিয়েই লেখা ।।

তাই তোমার কোনো কিছু আর রাখলাম না ।।
এমনকি তোমার দেওয়া বিবাহের চিঠি টাও না ।।

আবারও আমি নিশিরাত্রি জাগবো
আবারও আমি রাত্রি জেগে কবিতা লিখবো
আবারও আমি ঘুমের ওষুধ বিছানার পাশে রাখবো
যেদিন কবিতা আসবে না , যেদিন ছন্দ আসবেনা
যেদিন তোমরা বলবে নেশাগ্রস্ত মাতাল পাগলাটে
ছন্নছাড়া খামখেয়ালি একটা অখ্যাত অ-কবি ,
সেদিন হয়ত আমার কাজে লাগবে কয়েকটা বড়ি
আমি ঘুমাবো তখন , নিশ্চিন্তে আমি ঘুমাবো
খুব ভালো ঘুম হবে সেদিন আমার জানো ।
সেই রাতের শেষ লেখা খাতার কবিতা গুলো
তোমরা অখ্যাত কবির লেখা বলে ডাস্টবিনে ছুড়ো
যদি ইচ্ছে করে দূর থেকে সজোরে আসা
কোনো বালি বোঝাই ট্রাকের তলায় ছুড়ে ফেলো
সেদিন অনেক অনেক রক্ত দেখতে পারবে ,
ট্রাকের তলায় চাপা পড়া কবিতাদের রক্ত ।।
রক্তে ভাসবে রাজপথ , অনেক  পাতার রক্তে ,
সেদিন অন্তত দুফোটা অখ্যাত অকবিটার জন্য
 কবিতাদের জন্য দুফোটা চোখের জল ফেলো ।

           ওরে ওই শোনা যায় ডাক এসেছে
             ছেড়ে যেতে হবে এবার সবে
              আছার মেরে কাঁদিস নে তুই
                দেখা হবে রে আবার কবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন