ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২১ জুলাই, ২০১৮

বিভাগ: গদ‍্যকবিতা
শিরোনাম:খোরাকি
তারিখ:২০/০৭/১৮
রচনা:ঋতুপর্ণা ব‍্যানার্জী

নীল অবেলায় ছুঁয়ে আছে ছলাৎ রঙের রোদ
এক পঙক্তি ধূম জ্বরে ধুয়ে যায়
গাঢ় আকাশ
নিকোটিন খোঁজে দগ্ধ প্রেমের নাড়ি
কৃত্রিমতা দাঁড়িয়ে থাকে অক্ষর সেজে চৌকাঠে
গরম ভাতের নিঃশ্বাস চুরি করে পালায় অন্ধ বাঁকের গলি, বিদ্যুৎ চমকায় নিরক্ষর পেটে
বর্ষা নামে না তবুও..
মস্তিষ্কের ঘরে বারুদ চর্চা
দেহের পারদ লিখে দেয় তীর্যক রেফ "ক্ষুধার্ত" হরফে
নাকের দুপাশে অপরাহ্নের কালি
খোরাকি মেটায় হাত রিকশা ফুটের চায়ের ভাঁড়ে
অতঃপর ক্ষতয় পোড়ে অনর্গল সন্ধ্যা লাল নীল পাকের আঁচে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন